বাসস : ২১ এপ্রিল ২০২১, বুধবার, ২০:০০:২০
জার্মানির বুন্দেসলিগায় টানা নবম জয়ে শিরোপা জয়ের বেশ কাছে চলে এসেছে বায়ার্ন মিউনিখ। মঙ্গলবার বায়ার লেভারকুজেনকে ২-০ গোলে পরাজিত করে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বায়ার্ন। রীগের অন্রসব ক্লাবগুলো থেকে তারা ১০ পয়েন্টের ব্যবধান এগিয়ে হয়েছে। কাজেই সবকিছু ঠিকঠাক থাকলে এ সপ্তাহেই শিরোপা নিশ্চিত হতে পারে বায়ার্নের।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে যায় বায়ার্ন। এতেই খেলার কর্তৃত্ব চলে যায় বেভারিয়ানদের হাতে। এরিক ম্যাক্সিম চুপো-মোটিং ও জসুয়া কিমিচ গোল করে প্রথমার্ধেই নির্ভার করে দেয় বায়ার্নকে। এর আগে রেলিগেশনের হুমকিতে থাকা কোলনের কাছে হেরে শিরোপার দৌঁড় থেকে ছিটকে পড়ে তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা আরবি লিপজিগ।
আগামী শনিবার মিজকে হারাতে পারলেই চার ম্যাচ বাকী থাকতে শিরোপা নিশ্চিত করতে পারবে বায়ার্ন মিউনিখ। এটি হবে জার্মান লিগে তাদের নবম টানা শিরোপা। ক্লাবটির কোচ হ্যান্সি ফ্লিক বলেন, ‘ম্যাচের আগে আমি বলেছিলাম যে আমরা শিরেপা জয়ের পথে অনেকটাই এগিয়ে যেতে পারব। যেটি আমরা করতে পেরেছি। আমরা মিজের বিপক্ষেও জয়লাভ করতে চাই।’
Rent for add