নিজস্ব প্রতিবেদক : ১৪ এপ্রিল ২০২১, বুধবার, ২২:৩১:০০
মাহে রমজান ও বাংলা নতুন বছরে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এবং সাইফ স্পোর্টিং ক্লাবের অধিনায়ক জামাল ভূঁইয়া। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘শুভ নববর্ষ এভরিওয়ান ও রমজান মুবারক।’
জামাল ভূঁইয়া বর্তমানে ডেনমার্ক অবস্থান করছেন। করোনাভাইরাস ও লকডাউনের পর বাফুফে যখন অনির্দিষ্ট সময়ের জন্য প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব শুরু স্থগিত করে তখনই জামাল ডেনমার্ক চলে যান।
জামাল ভূঁইয়া এ মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলেননি। আই লিগের দল কলকাতা মোহামেডানে খেলেছেন লোনে। চুক্তি অনুযায়ী বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বেও জন্য আবার সাইফ স্পোর্টিংয়ে নাম লিখিয়েছেন ডেনমার্ক প্রবাসী এ ফুটবলার।
কলকাতা থেকে ফিরেই জামাল নেপালে যোগ দিয়েছিলেন জাতীয় ফুটবল দলের সঙ্গে। আনফা আয়োজিত তিনজাতির টুর্নামেন্ট শেষ করে দেশে ফিরে সাইফের অনুশীলনে যোগ দিয়েছিলেন। লিগ স্থগিত হওয়ার পর ফিরে গেছেন ডেনমার্ক।
Rent for add