নিজস্ব প্রতিবেদক : ১১ এপ্রিল ২০২১, রবিবার, ২০:২১:৪১
করোনাভাইরাস ও দেশের লকডাউনের প্রভাব পড়লো আবাহনীর এএফসি কাপে। ১৪ এপ্রিল মালদ্বীপের ঈগলস ক্লাবের বিপক্ষে ম্যাচটি হওয়ার কথা ছিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। করোনার কারণে ম্যাচের তারিখ ও ভেন্যু দুটিই বদলে গেছে।
ম্যাচটির আয়োজক ছিল আবাহনী। এখন সেটি হবে নিরপেক্ষ ভেন্যুতে। নিরপেক্ষ ভেন্যু হিসেবে নেপালের দসরথ রঙ্গশালা অনেকটা নিশ্চিত। আবাহনী সেখানে খেলার চেষ্টা করছে। ১৪ এপ্রিলের বদলে ম্যাচটি হবে ২১ এপ্রিল।
৭ এপ্রিল এএফসি কাপের প্রিলিমিনারি পর্বের রাউন্ড-১ এর খেলায় মালদ্বীপের ক্লাব ২-০ গোলে ভুটানের থিম্পু সিটিকে হারিয়ে আবাহনীর প্রতিপক্ষ হয়েছে।
আবাহনী ও ঈগলসের লড়াইয়ে যারা জিতবে তারা গ্রুপপর্বের টিকিট পেতে প্লে-অফ ম্যাচ খেলবে ভারতের ব্যাঙ্গালুরু এফসি ও নেপাল আর্মি দলের বিজয়ীর সঙ্গে। বিজয়ী দলটি গ্রুপপর্বে খেলবে ‘ডি’ গ্রুপে, যেখানে সরাসরি খেলবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস, ভারতের মোহনবাগান ও মালদ্বীপের মাজিয়া।
Rent for add