নিজস্ব প্রতিবেদক : ২৯ মার্চ ২০২১, সোমবার, ২১:২১:৩০
বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের পুরুষ ফুটবল শুরু হয়েছে দুইদিন আগে। সোমবার শুরু হয়েছে নারীদের ফুটবল। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বাংলাদেশ গেমসের নারী ফুটবল উদ্বোধন করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) প্রতিনিধি আহমেদুর রহমান বাবলু।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য টিপু সুলতান ও ইলিয়াস হোসেন।
উদ্বোধনী দিনে জয় পেয়েছে রাজশাহী ফুটবল দল ও আনসার ও ভিডিপি ফুটবল দল। প্রথম ম্যাচে রাজশাহী ফুটবল দল ৯-০ গোলে খুলনা ফুটবল দলকে হারিয়েছে। রাজশাহীর শাহিন আক্তার ও শ্রীমতী কর্ণফুলী হ্যাটট্রিক করেন। দিনের দ্বিতীয় ও শেষ ম্যাচে আনসার ভিডিপি ফুটবল দল ৩-১ গোলে ময়মনসিংহ ফুটবল দলের বিপক্ষে জয় পেয়েছে।
মেয়েদের ফুটবলে দুই গ্রুপে ভাগ হয়ে মোট ৮টি দল অংশ নিচ্ছে। ‘এ’ গ্রুপের চার দল-ময়মনসিংহ, রাজশাহী, খুলনা ও আনসার ভিডিপি ফুটবল দল। ‘বি’ গ্রুপের চার দল-মাগুরা, ফরিদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও পঞ্চগড় ফুটবল দল।
Rent for add