কিরগিজদের হারিয়ে শুরু বাংলাদেশের


নেপালে জয় শুরুর প্রত্যাশা ছিল বাংলাদেশের। কিরগিজস্তান অলিম্পিক দলের বিপক্ষে প্রত্যাশিত সেই জয় দিয়েই ত্রিদেশীয় আন্তর্জাতিক টুর্নামেন্ট শুরু করেছে লাল-সবুজ জার্সিধারীরা। মঙ্গলবার কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে বাংলাদেশ জিতেছে ১-০ গোলে।

গোলটি হয়েছিল প্রথমার্ধে। তাও ছিল কিরগিজদের আত্মঘাতি। ৩০ মিনিটে পাওয়া গোল ধরে রেখেই নেপালের ত্রিদেশীয় আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টের প্রথম ম্যাচে জিতেছে বাংলাদেশ। অধিনায়ক সোহেল রানার ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল পাঠিয়েছেন কিরগিজস্তানের ডিফেন্ডার কুমারবাজ উলু বাইমান।

বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে ২৭ মার্চ স্বাগতিক নেপালের বিপক্ষে। এর আগে ২৫ মার্চ মুখোমুখি হবে নেপাল ও কিরগিজস্তান।

বাংলাদেশ একাদশ
আনিসুর রহমান জিকো, মেহেদী হাসান (মানিক মোল্লা), রিমন হোসেন, টুটুল হোসেন বাদশা, মাসুক মিয়া জনি (জামাল ভূঁইয়া), বিপলু আহমেদ (রাকিব), মতিন মিয়া, সোহেল রানা (অধিনায়ক), বিশ্বনাথ ঘোষ (বিশ্বনাথ), হাবিবুর রহমান সোহাগ (রিয়াদুল), সাদ উদ্দিন।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent