সৈয়দ রিয়াজুল করিম কাঠমান্ডু, নেপাল থেকে : ২৩ মার্চ ২০২১, মঙ্গলবার, ১৭:৪৯:৩৭
অল্প কিছুক্ষণের মধ্যেই নেপালের ত্রিদেশীয় আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ ও কিরগিজস্তান অলিম্পিক দল একে অপরের মুখোমুখি হচ্ছে। রাজধানী কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল পোনে ছয়টায় ম্যাচটি মাঠে গড়াবে। ম্যাচটি এই লিঙ্কে দেখা যাবে। https://m.youtube.com/watch?v=J6FGYZL-H98&feature=youtu.be
কিরগিজস্তান অলিম্পিক দলের বিপক্ষে কোচ জেমি ডে সেরা একাদশ সাজিয়ে এখন মাঠে নামার অপেক্ষায় রয়েছেন।
জাতীয় দলে ডাক পাওয়া নতুন ৫ জনের তিনজনকে রেখেই তিনি একাদশ সাজিয়েছেন। গোলপোস্টে রানার বদলে জিকোকে রেখেছেন। তবে এ ম্যাচের একাদশে নেই নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া। সোহেল রানা অধিনায়কত্ব করবেন।
নতুন ৫ জনের মধ্যে প্রথম ম্যাচে একাদশে থাকছেন ডিফেন্ডার রিমন হোসেন, হাবিবুর রহমান সোহাগ ও ফরোয়ার্ড মেহেদী হাসান রয়েল। বাকি দুই নতুনকে বদলি হিসেবে নামালে ৫ জনেরই আজ অভিষেক হবে কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে।
বাংলাদেশ একাদশ
আনিসুর রহমান জিকো, মেহেদী হাসান, রিমন হোসেন, টুটুল হোসেন বাদশা, মাসুক মিয়া জনি, বিপলু আহমেদ, মতিন মিয়া, সোহেল রানা (অধিনায়ক), বিশ্বনাথ ঘোষ, হাবিবুর রহমান সোহাগ, সাদ উদ্দিন।
Rent for add