নিজস্ব প্রতিবেদক : ২২ মার্চ ২০২১, সোমবার, ২২:০৩:৫৮
নেপালে তিন জাতি টুর্নামেন্টের প্রথম ম্যাচে নতুন অধিনায়ক পাচ্ছে বাংলাদেশ। জামাল ভূঁইয়া সোমবার নেপালে গেলেও কিরগিজস্তান অলিম্পিক দলের বিপক্ষে তার প্রথম একাদশে থাকা নিশ্চিত নয়।
যে কারণে সোহেল রানাকে অধিনায়কত্ব করার জন্য কোচ জেমি ডে আভাস দিয়ে রেখেছেন বলে কাঠমান্ডু থেকে জানিয়েছেন টিম ম্যানেজমেন্টের এক সদস্য। জামাল দলের সঙ্গে অনুশীলন করেছেন মাত্র এক সেশন। তাকে বিশ্রাম দিতেই প্রথম একাদশে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন কোচ। মঙ্গলবার বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে কিরগিজস্তান অলিম্পিক দলের বিপক্ষে।
নেপালে ২৪ ফুটবলার আছেন। এর মধ্যে বাংলাদেশ পুলিশের ফরোয়ার্ড মো. জুয়েলকে বাদ দিয়ে ২৩ জনের দল চূড়ান্ত করেছেন প্রধান কোচ জেমি ডে।
Rent for add