নিজস্ব প্রতিবেদক : ২২ মার্চ ২০২১, সোমবার, ২:২১:২৫
প্রীতির হ্যাটট্রিকে বিএফএফ-ইউনিসেফ অনূর্ধ্ব-১৬ জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ ট্যালেন্ট হান্টে ময়মনসিংহে স্বাগতিক ময়মনসিংহ জেলা বড় জয় পেয়েছে। রোববার তারা ৭-০ গোলে হারিয়েছে টাঙ্গাইল জেলাকে।
এক তরফার এ লড়াইয়ে বিজয়ী দলের প্রীতি ৬, ১৪ ও ২৫ মিনিটে তিনটি, পান্না ২৩ ও ৪৫ মিনিটে দু’টি এবং সাদিয়া ও মিমি ৩ ও ১০ মিনিটে দু’টি গোল করেন।
Rent for add