নিজস্ব প্রতিবেদক : ১৯ মার্চ ২০২১, শুক্রবার, ২৩:৫৯:১৪
আগামী ২৭ মার্চ থেকে নারী ফুটবল লিগ মাঠে গড়াচ্ছে। তবে ১০ মার্চ থেকে শুরু হয়েছে নারী ফুটবল লিগের দলবদল। যা শেষ হবে শনিবার। ৯ দলের এই লিগের দলবদলে আজ শুক্রবার ৩টি দল ঘর গুছিয়ে নিয়েছে।
ঘর গুছিয়ে নেয়া দলগুলো হচ্ছে আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব, কুমিল্লা ইউনাইটেড ও সদ্য পুস্করনী যুব স্পোর্টিং ক্লাব। এ সময় উপস্থিত ছিলেন বাফুফের নারী ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান ও ফিফার কার্যনির্বাহী কমিটির সদস্য মাহফুজা আক্তার কিরণ।
এদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ট্রফি ধরে রাখতে পুরোনো আর অভিজ্ঞ খেলোয়াড়দেরই ধরে রেখেছে।
এ বছর লিগের খেলা কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম ও আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
Rent for add