বাসস : ১৯ মার্চ ২০২১, শুক্রবার, ২৩:৫৫:৪৬
নেপালের ত্রিদেশীয় আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণের লক্ষে বৃহস্পতিবার কাঠমান্ডু পৌঁছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
নেপালের মাটিতে পা দেয়ার পরপরই নিয়মানুযায়ী খেলোয়াড়ের করোনা পরীক্ষার নমুনা নেওয়া হয়।
করোনার পরীক্ষার রিপোর্টে সুখবর মিলেছে। দলের সবাই রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তাই অনুশীলন কোন বাধা থাকছে না ফুটবলারদের।
সবার রিপোর্ট নেগেটিভ আসায় আজ শুক্রবার সকালে জিম সেশন করেছে তারা। নেপালের স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় আর্মি স্টেডিয়ামে দ্বিতীয় সেশনে অনুশীলন করে।
Rent for add