নিজস্ব প্রতিবেদক : ১৯ মার্চ ২০২১, শুক্রবার, ২৩:৪১:৫৬
বাফুফে-ইউনিসেফ অনূর্ধ্ব-১৬ জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ট্যালেন্টহান্ট পর্ব আজ শুক্রবার থেকে শুরু হয়েছে।
উদ্বোধনীদিনে ময়মনসিংহে শেরপুর জেলা ৩-০ গোলে নেত্রকোনা জেলাকে পরাজিত করে। বিজয়ী দলের সাবিনা খাতুন, আফিয়া খাতুন ও সানজিদা খাতুন ১৫, ৫২ ও ৭৭ মিনিটে গোল করেন।
একই ভেন্যুতে মনি খাতুনের গোলে টাঙ্গাইল জেলা ১-০ গোলে জামালপুর জেলাকে পরাজিত করে।
Rent for add