নিজস্ব প্রতিবেদক : ১৯ মার্চ ২০২১, শুক্রবার, ২৩:১৬:৪৫
জেএফএ অনূর্ধ্ব-১৪ নারী জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে শুক্রবার রাজশাহী শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ঝিনাইদহ জেলা ৬-০ গোলে মেহেরপুর জেলাকে পরাজিত করে। ঝিনাইদহের বন্যা খাতুন, ইতি, ঐশি, লিজা, তৃষা ও বৈশাখী ৫, ৫, ৩, ৩, ২ ও ১ মিনিটে গোল করেন।
পটুয়াখালী স্টেডিয়ামে ঝালকাঠি জেলা ১-০ গোলে ভোলা জেলাকে পরাজিত করে। বিজয়ী দলের সাদিয়া ১৪ মিনিটে জয়সূচক গোল করেন।
ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে কক্সবাজার জেলা ২-০ গোলে হারিয়েছে বান্দরবান জেলাকে। কক্সবাজারের সুমি আক্তার ও আরশী সুলতানা ১১ ও ৪৪ মিনিটে গোল করেন। একই ভেন্যুতে সুনামগঞ্জ জেলার কাছে ১-০ গোলে হেরেছে সিলেট জেলা। সুনামগঞ্জের সাবিনা খাতুন ৩৫ মিনিটে গোল করেন।
Rent for add