স্মৃতি, সানজিদা ও ফাতেমার হ্যাটট্রিক

স্মৃতির হ্যাটট্রিকের উপর ভর করে আজ বুধবার জেএফএ অনূর্ধ্ব-১৪ নারী জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে ময়মনসিংহ রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে স্বাগতিক ময়মনসিংহ জেলা বড় জয় পেয়েছে। তারা ৫-০ গোলে কিশোরগঞ্জ জেলাকে পরাজিত করে। ময়মনসিংহের স্মৃতি ৮, ৩৫ ও ৫৫ মিনিটে তিনটি এবং হেমা ও প্রীতি ২৫ ও ৭৮ মিনিটে গোল করেন।

এদিকে সানজিদার হ্যাটট্রিকে মুন্সীগঞ্জ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ফরিদপুর জেলা ৭-০ গোলে মানিকগঞ্জ জেলাকে পরাজিত করে। ফরিদপুরের সানজিদা ২, ৮ ও ৬৯ মিনিটে তিনটি এবং ঊর্মি, সাধনা, সুমা আক্তার ও অনন্যা ১৩, ২৬, ৪৮ ও ৬০ মিনিটে একটি করে গোল করেন।

অপরদিকে ফাতেমার হ্যাটট্রিকে খুলনা স্টেডিয়ামে স্বাগতিক খুলনা জেলার কাছে ৫-০ গোলে হেরেছে যশোর জেলা। খুলনার ফাতেমা আক্তার ১৭, ৩০ ও ৩৯ মিনিটে তিনটি, সুমাইয়া খাতুন ও প্রতীমা মুন্ডা ৫৫ ও ৭৫ মিনিটে দু’টি গোল করেন।

এছাড়া দিনাজপুর স্টেডিয়ামে পঞ্চগড় জেলা ১-০ গোলে হারিয়েছে রংপুর জেলাকে। বিজয়ী দলের শৈলী রানী ৩৪ মিনিটে জয়সূচক গোল করেন।

 

Rent for add

সর্বশেষ নিউজ

for rent