নিজস্ব প্রতিবেদক : ১৬ মার্চ ২০২১, মঙ্গলবার, ০:০৫:২২
তৃতীয় বিভাগ ফুটবল লিগ সোমবার ওয়াজেদ মিয়া ক্রীড়া চক্র ও আসাদুজ্জামান ফুটবল অ্যাকাডেমি নিজ নিজ খেলায় জয় পেয়েছে। দুটি ম্যাচই কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
আসাদুজ্জামান ফুটবল অ্যাকাডেমি ২-১ গোলে চকবাজার ইউনাইটেডকে পরাজিত করে। বিজয়ী দলের ইমরান হোসেন ও খালিদ হাসান ২৬ ও ৮১ মিনিটে একটি করে গোল করেন। অন্যদিকে বিজিত দলের ইমরান হোসেন সবুজ ৯০+২ মিনিটে একটি গোল পরিশোধ করেন।
এদিকে ওয়াজেদ মিয়া ক্রীড়া চক্র ২-০ গোলে হারিয়েছে রেইনবো অ্যাথলেটিক ক্লাবকে। বিজয়ী দলের রামিম আহমেদ ২২ ও ৪৫ মিনিটে দু’টি গোল করেন।
Rent for add