নারী ফুটবল লিগে ৯ দল


১০ দল নিয়ে হওয়ার কথা ছিল নারী ফুটবল লিগ। তবে দল একটি কমে এখন ৯ টি নিয়ে ২৭ মার্চ শুরু হবে মেয়েদের ফুটবলের সবচেয়ে বড় মর্যাদার এই লিগ।

এক সপ্তাহ আগে ১০ দল নিয়ে লিগ আয়োজনের ঘোষণা দিয়েছিল বাফুফে। দলবদলও শুরু হয়েছে ১০ মার্চ থেকে। লিগের দলবদলও শুরু চলবে ২০ মার্চ পর্যন্ত। দলবদলের মাঝপথে দল কমে গেলো নারী ফুটবল লিগের।

জাতীয় ক্যাম্পে থাকা অনূর্ধ্ব-১৭ মেয়েদের নিয়ে গড়া একটি দল লিগে খেলবে বলে ঘোষণা করা হয়েছিল, কিন্তু সেই দলটি খেলছে না। এখন ৯ দল নিয়ে শুরু হবে নারী ফুটবল লিগ।

গত আসরের মতো এবারও শক্তিশালী দল গড়েছে বসুন্ধরা কিংস। অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া দলটি সাবিনা-কৃষ্ণা-সানজিদাসহ পুরোনোদেরই ধরে রেখেছে।

বাফুফে অনূর্ধ্ব-১৭ দল খেলানোর সিদ্ধান্ত থেকে সরে আসায় এই দলের খেলোয়াড়দের নিয়েছে লিগের নতুন দল আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব। সোমবার ক্লাবটির কর্মকর্তারা তাদের খেলোয়াড়দের পরিচয় করিয়ে দিয়েছেন গণমাধ্যমে।

নারী ফুটবল লিগের ৯ দল
বসুন্ধরা কিংস, শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড, নাসরিন স্পোর্টস একাডেমি, কাচারী পাড়া একাদশ উন্নয়ন সংস্থা, কুমিল্লা ইউনাইটেড ক্লাব, আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব, সদ্যপুষ্করিনী যুব স্পোর্টিং ক্লাব, এফ সি ব্রাহ্মণবাড়িয়া এবং কাঁচিঝুলি স্পোর্টিং ক্লাব।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent