নিজস্ব প্রতিবেদক : ১৩ মার্চ ২০২১, শনিবার, ৬:১৯:৪৫
বিশ্বকাপ বাছাইপর্ব আর এশিয়ান কাপ বাছাইয়ের বাকি তিন ম্যাচ ঘরের মাঠে না হওয়ায় হতাশ হয়েছেন জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে।
এএফসি নতুন সূচি ঘোষণার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় জেমি ডে বলেন, ‘এটা খুবই দুঃখজনক। আমি ভীষণ হতাশ। ঘরের মাঠে খেললে আমরা হয়তো তিন ম্যাচ থেকে কিছু পয়েন্ট পেতে পারতাম। কিন্তু এখন সেই সম্ভাবনা খুবই ক্ষীর্ণ।’
করোনার দোহাই দিয়ে শুরু থেকেই আফগানিস্তান বাংলাদেশে এসে খেলতে চাচ্ছিল না। ওমান চাচ্ছিল নিজ দেশে ম্যাচ খেলতে। ম্যাচ নিয়ে ভারত অবশ্য নিরব ছিল। এএফসি দলগুলোকে পারস্পারিক মতামতের ভিত্তিতে ম্যাচ আয়োজনের কথা বলেছিল। কিন্তু কেউই সমঝোতায় আসেনি।
এর ফলে বাংলাদেশের ম্যাচগুলো এখন সেন্ট্রাল ভেন্যুতে চলে গেছে। মার্চের ম্যাচ এখন আগামী জুনে কাতারে হবে। এসবের জন্য শুধু আফগানিস্তানকেই নয়, ভারত ও ওমানকেও দায়ী করেছেন জেমি ডে। তিনি বলেন, ‘তিন দেশই এখানে বাংলাদেশে এসে খেলতে অস্বীকৃতি জানিয়েছে।’
অথচ আফগানিস্তান, ভারত ও ওমানের বিপক্ষে তিনটি ম্যাচই সিলেটে হওয়ার কথা ছিল। বাফুফেও মাঠে ম্যাচ গড়ানোর সম্ভাব্য সবধরনের আগাম প্রস্তুতি করে রেখেছিল। কিন্তু এএফসির নতুন সূচিতে বাংলাদেশকে কাতারে গিয়েই ম্যাচ খেলতে হবে।
Rent for add