নিজস্ব প্রতিবেদক : ৯ মার্চ ২০২১, মঙ্গলবার, ১৮:৪২:০৯
বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও অগ্রণী ব্যাংক লিমিটেড স্পোর্টিং ক্লাবের মধ্যকার লড়াইয়ে কেউ কাউকে হারাতে পারেনি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।
আজ মঙ্গলবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বল মাঠে গড়ানোর মাত্র ৬ মিনিটেই জাবেদের গোলে লিড পেয়ে যায় অগ্রণী ব্যাংক।
কিন্তু দ্বিতীয়ার্ধে ব্যাংকপাড়ার দলটি লিড ধরে রাখতে পারেনি। ৫৮ মিনিটে শান্ত গোল করে ভিক্টোরিয়াকে সমতায় ফেরান। এর পর অবশিষ্ট সময়ে উভয় দল আক্রমণ-পাল্টা আক্রমণ করে খেললেও গোলের দেখা পায়নি।
আগামীকাল ১০ মার্চ বিকেল ৫টায় স্বাধীনতা ক্রীড়া সংঘ ও কারওয়ান বাজার প্রগতি সংঘ এবং সন্ধ্যা ৭টায় ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব ও উত্তরা ফুটবল ক্লাব লিমিটেড মোকাবিলা করবে।
Rent for add