বিশ্ব নারী দিবস উদযাপন করল বাফুফে

প্রতি বছরের মত এবারো এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ‘বিশ্ব নারী দিবস’ উপলক্ষে আজ এএফসি উইমেন্স ফুটবল ডে পালন করা হয়। এবার বড় পরিসরে বাফুফে ঢাকাসহ বাফুফে’র ৩টি গ্রাসরুট জোন যথাক্রমে ফেনী, মাদারীপুর ও নীলফামারীতে এ অনুষ্ঠান পালিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলসহ বিভিন্ন স্কুল ও একাডেমির ক্ষুদে ফুটবল খেলোয়াড়রা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফে’র কমিটি ফর ওমেন্স ফুটবলের চেয়ারম্যান ও ফিফা’র কার্যনির্বাহী সদস্য মাহফুজা আক্তার কিরন, বাফুফে সহসভাপতি কাজী নাবিল আহমেদ এমপি, বাফুফে সহসভাপতি মো. আতাউর রহমান ভূঁইয়া, বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ, বাফুফে’র টেকনিক্যাল ডিরেক্টর পল থমাস প্রমুখ উপস্থিত ছিলেন।

বাফুফে’র কমিটি ফর ওমেন্স ফুটবলের চেয়ারম্যান ও ফিফা’র কার্যনির্বাহী সদস্য মাহফুজা আক্তার কিরন বলেন, উপস্থিত সবাইকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। বিশ্ব নারী দিবস উপলক্ষে আমি অভিনন্দন জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রী ও বাফুফে সভাপতি কাজী মো. সালাহউদ্দিনকে। মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে গোটা দেশের নারী সমাজ এগিয়ে যাচ্ছে আর বাফুফে সভাপতির নেতৃত্বে বাংলাদেশের নারী ফুটবল একের পর এক সাফল্য অর্জন করছে।

বাফুফে ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে আজ নারী ফুটবল খেলোয়াড়রা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এছাড়া ফেনী ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়াম, নীলফামারী শেখ কামাল স্টেডিয়াম ও মাদারীপুর জেলা স্টেডিয়ামে সকালে এ অনুষ্ঠান পালন করা হয়।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent