নিজস্ব প্রতিবেদক : ৮ মার্চ ২০২১, সোমবার, ৪:২৪:৫৭
প্রতি বছরের মত এবারো এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ‘বিশ্ব নারী দিবস’ উপলক্ষে সোমবার ‘এএফসি উইমেন্স ফুটবল ডে’ পালন করবে।
তবে এবারই বড় পরিসরে বাফুফে ঢাকাসহ বাফুফে’র ৩টি গ্রাসরুট জোন যথাক্রমে ফেনী, মাদারীপুর ও নীলফামারীতে এ অনুষ্ঠান পালন করবে।
এ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলসহ বিভিন্ন স্কুল ও একাডেমির ক্ষুদে ফুটবল খেলোয়াড়রা অংশগ্রহণ করবেন।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাফুফের কমিটি ফর ওমেন্স ফুটবলের চেয়ারম্যান ও ফিফার কার্য্যনিবাহী সদস্য মাহফুজা আক্তার কিরন, বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ ও বাফুফে কার্যনির্বাহী কমিটি।
বাফুফে ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে সোমবার দুপুর ১২টায় ২০০ জন নারী ফুটবল খেলোয়াড় অংশগ্রহণ করবেন এ অনুষ্ঠানে। এছাড়া ফেনীর ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়াম, নীলফামারী জেলার শেখ কামাল স্টেডিয়াম ও মাদারীপুর জেলায় মাদারীপুর জেলা স্টেডিয়ামে সকাল ১০টায় এ অনুষ্ঠান পালন করা হবে।
Rent for add