নিজস্ব প্রতিবেদক : ৮ মার্চ ২০২১, সোমবার, ৩:৪১:৪১
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির তৃতীয় সভা রোববার মতিঝিলের বাফুফে ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী, এমপি।
সভা শেষে আব্দুস সালাম মুর্শেদী, এমপি বলেন, আগামী ৮ মার্চ হতে ৭ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগ উপলক্ষে দ্বিতীয় লেগের ট্রান্সফার উইন্ডো কার্যক্রম প্রতিদিন দুপুর ১২টা হতে বিকেল ৫টা পর্যন্ত চলমান থাকবে।
শুধু তাই নয়, খেলোয়াড় নিবন্ধন কার্যক্রমের পাশাপাশি বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয়পর্বের খেলার ফিক্সচার দ্রুত প্রকাশ করা হবে।
দ্বিতীয়পর্বের খেলা ১৫ জুলাইয়ের মধ্যে সমাপ্ত করার পরে স্বাধীনতা কাপ আয়োজন করা হবে। স্বাধীনতা কাপের পরপরই আগস্ট হতে বাফুফে অনূর্ধ্ব-১৮ ফুটবল লিগ (বিপিএল) আয়োজন করা হবে।
Rent for add