নিজস্ব প্রতিবেদক : ৪ মার্চ ২০২১, বৃহস্পতিবার, ২১:৩৯:৪৮
বাংলাদেশ প্রিমিয়ার লিগে জয়ে ফিরেছে ঢাকা আবাহনী লিমিটেড। আজ বৃহস্পতিবার তারা ২-১ গোলে উত্তর বারিধারা ক্লাবকে পরাজিত করে।
এ জয়ের ফলে শিরোপা প্রত্যাশী আবাহনী ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে। অন্যদিকে বারিধারা ৯ পয়েন্ট নিয়ে দশম স্থানে রয়েছে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে আবাহনী প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল। ২৬ মিনিটে পেনাল্টি থেকে দলটিকে এগিয়ে নেন ফ্রান্সিসকো। তবে ৪৪ মিনিটে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল বারিধারা। কিন্তু মাহমুদ সাইদ আব্দেল রহিমের জোরালো শট প্রতিহত করে দেন শহিদুল আলম সোহেল।
দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে ফজিলভের গোলে ব্যবধান দ্বিগুণ করে আবাহনী। এর পর ৭০ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও রাফায়েল গোল করতে ব্যর্থ হন। ম্যাচের শেষ মিনিটে সাঈদের গোলে একটি গোল পরিশোধ করে বারিধারা।
Rent for add