বিক্রমপুর-লালবাগ গোলশূন্য ড্র

তৃতীয় বিভাগ ফুটবল লিগে বিক্রমপুর কিংস ও লালবাগ স্পোর্টিং ক্লাব একে অপরের সাথে পয়েন্ট ভাগাভাগি করেছে।

মঙ্গলবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বিক্রমপুর-লালবাগ লড়াইটি গোলশূন্য ড্র হয়েছে।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে বিক্রমপুর কিংস বেশ কিছু সহজ সুযোগ হাত ছাড়া করেছে। লালবাগ স্পোর্টিং ক্লাবও সুযোগের সদ্ব্যবহার করতে পারেনি।

এর ফলে বিক্রমপুর-লালবাগ ম্যাচে কেউই গোলের মুখ দেখেনি। ঠিক তেমননি করে কেউ কাউকেও হারাতে পারেনি। ফলে উভয় দলকে ড্র নিয়েই তুষ্ট থাকতে হয়েছে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent