মুক্তিযোদ্ধাকে হারিয়ে চারে উঠলো মোহামেডান


মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে চারে উঠলো মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। মঙ্গলবার কুমিল্লায় হোমভেন্যুতে মোহামেডান ২-০ গোলে জিতেছে পুরোনো ঢাকার ক্লাবটির বিপক্ষে।

পয়েন্ট টেবিলে ৬ নম্বরে থেকে খেলতে নেমেছিল মোহামেডান। ঘরের মাঠে ২-০ গোলের সহজ জয়ে সাদাকালোরা উঠে গেছে টেবিলের চার নম্বরে। তাদের সামনে এখন আবাহনী, শেখ জামাল ও বসুন্ধরা কিংস।

টানা তিন জয়ের পর সর্বশেষ ম্যাচে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ড্র করেছিল মোহামেডান। মুক্তিযোদ্ধাকে হারিয়ে শন লিনের শিষ্যরা জয়ে ফেরার পাশপাশি পয়েন্ট টেবিলেও অবস্থান আরো ওপরে তুললো তারা।

মোহামেডানের জয় এসেছে তাদের দুই আফ্রিকান ফুটবলার মালির সলেমান দিয়াবাতে ও বুরকিনা ফাসোর মনজির কলিদিয়াতির গোলে। ফরোয়ার্ড সলেমান গোল করেছেন ৩৫ মিনিটে। ৬১ মিনিটে ব্যবধান দ্বিগুন করেছেন ডিফেন্ডার মনজির।

১১ ম্যাচে মোহামেডানের এটি পঞ্চম জয়। সাইফ স্পোর্টিয়ের সমান ১৯ পয়েন্ট হলেও মোহামেডান গোলগড়ে তাদের ওপরে। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ষষ্ঠ হারে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের ১১ নম্বরে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent