প্রথম জয় উত্তর বারিধারার


বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে জয়ের মুখ দেখেছে উত্তর বারিধারা ক্লাব। রোববার হোমভেন্যু টঙ্গীর শহীদ অহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে উত্তর বারিধারা ২-১ গোলে হারিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্রকে।

১৫ মিনিটে শেখ রাসেল ক্রীড়া চক্র এগিয়েছিল আসরাফুল ইসলামের গোলে। ৪৭ মিনিটে মাহমুদ সাইদ সমতা ফেরায় স্বাগতিক উত্তর বারিধারা ক্লাবকে। ৭৪ মিনিটে উত্তর বারিধারার জয়সূচক গোল করেন পাপন সিং ।

প্রথম জয়ে ১১ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে নবম স্থানে উত্তর বারিধারা। চতুর্থ হারে ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে শেখ রাসেল ক্রীড়া চক্র।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent