বেটিংয়ের প্রমান পেলেই সাসপেন্ড


বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিন হুসিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘প্রিমিয়ার লিগে অনলাইন বেটিংয়ের যে অভিযোগ উঠেছে তা প্রমানিত হলে সংশ্লিষ্ট ক্লাবের নিবন্ধন বাতিল করা হবে।’

তিনি বলেছেন,’এই কমিটি পুরোপুরিই নিরপেক্ষ লোক দিয়ে করা হবে। কমিটিতে বাফুফের নির্বাহী কমিটির কেউ এ তদন্ত কমিটিতে থাকবে পারবেন না। এই কমিটি হবে বাফুফের বাইরের লোক দিয়ে। পুলিশ এবং সরকারী বিশেষ সংস্থার সদস্যরা থাকবেন তদন্তের দায়িত্বে। আমরা এই তদন্ত কমিটির প্রধান কাকে করতে পারি সেটা খুঁজছি।’

বিষয়টি তদন্ত করে পাঠানোর জন্য ফিফা ও এএফসির নির্দেশনা আছে উল্লেখ করে বাফুফে সভাপতি বলেছেন, ‘আমি বিস্তারিত এখন কিছু বলব না। তবে একটা বিষয় নিশ্চিয়তা দিতে পারি-যদি এটা প্রমাণ হয় তাহলে নির্বাহী কমিটিকে বলব ওই ক্লাবকে বহিস্কার করতে।’

Rent for add

সর্বশেষ নিউজ

for rent