বসুন্ধরার দাপুটে জয়

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস বাংলাদেশ প্রিমিয়ার লিগে দাপুটে জয় পেয়েছে। আজ বুধবার তারা ৪-০ গোলে হারিয়ে দিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডকে।

কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বিজয়ী দল প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল। এর পর দ্বিতীয়ার্ধে বিপক্ষের কাছ থেকে তুলে নেয় আরো দু’গোল।

শেখ রাসেলের বিপক্ষে এই আয়েসি জয়ের নায়ক ছিলেন আর্জেন্টাইন রাউল অস্কার বেসেরা ও ব্রাজিলের রবসন দি সিলভা রবিনিয়ো। উভয়েই দু’টি করে গোল করেছেন।

এর তরফার এ লড়াইয়ে ২৩ ও ৭৪ মিনিটে অস্কার এবং ৪২ ও ৮৩ মিনিটে রবসন গোল করেন। চার গোলে পিছিয়ে থেকে শেখ রাসেল একটি গোলও পরিশোধ করতে পারেনি।

উল্লেখ্য ১১ ম্যাচে ১০ জয় ও এক ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে বসুন্ধরা শীর্ষে রয়েছে। অপরদিকে শেখ রাসেল ১৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে অবস্থানে করছে।

 

 

Rent for add

সর্বশেষ নিউজ

for rent