আরো সময় চেয়েছে এএফসি

 

বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যেকার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি ২৫ মার্চ হবে, নাকি পিছিয়ে নিরপেক্ষ ভেন্যুতে সে সিদ্ধান্ত নিতে আরো সময় নিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি)।

মঙ্গলবার সন্ধ্যায় এশিয়ান ফুটবলের অভিভাবক সংস্থাটি মেইলবার্তায় বাফুফেকে জানিয়েছে সিদ্ধান্তটি নিতে তাদের আরো এক বা দুই দিন সময় প্রয়োজন।

ম্যাচটি ২৫ মার্চ সিলেটে হওয়ার কথা। আফগানিস্তান বাংলাদেশে খেলতে আসবে না বলে জানিয়েছে এএফসিকে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও নিজেদের সিদ্দান্তে অটল।

কাতার-২০২২ বিশ্বকাপের বাছাই পর্বের তিনটি ম্যাচ বাকি বাংলাদেশের। তিনটিই ঘরের মাঠে। যার প্রথমটির তারিখ নির্ধারণ আছে ২৬ মার্চ। ভারত ও ওমানের বিপক্ষে বাকি দুই ম্যাচ জুনে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent