নিজস্ব প্রতিবেদক : ২৩ ফেব্রুয়ারি ২০২১, মঙ্গলবার, ১৮:৪০:৫৩
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ মাঠ গড়ানোর পর এবার আগামীকাল ২৪ ফেব্রুয়ারি থেকে তৃতীয় বিভাগ ফুটবল লিগ শুরু হচ্ছে।
উদ্বোধনী ম্যাচে কাল বুধবার পোনে তিনটায় টাঙ্গাই ফুটবল একাডেমি ও ফকিরেরপুল সূর্য্যতরুণ সংঘ একে অপরের মোকাবিলা করবে।
তৃতীয় বিভাগ ফুটবল লিগ মাঠে গড়ানোর আগে রাজধানীর কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে এই লিগের উদ্বোধন করবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) এর সভাপতি কাজী মো. সালাহউদ্দিন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এই লিগে ১৮টি ক্লাব অংশ নিচ্ছে। দলগুলো দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে।
‘ক’ গ্রুপ
টাঙ্গাইল ফুটবল একাডেমী, দিপালী যুব সংঘ, কল্লোল সংঘ, লালবাগ স্পোর্টিং ক্লাব, বিক্রমপুর কিংস, দি মুসলিম ইনস্টিটিউট, নারিন্দা জুনিয়র লায়ন্স ক্লাব, উত্তরা ফ্রেন্ডস ক্লাব ও ফকিরেরপুল সূর্যতরুণ সংঘ।
‘খ’ গ্রুপ
কিংষ্টার স্পোর্টিং ক্লাব, ওয়াজেদ মিয়া ক্রীড়া চক্র, আরাফ স্পোর্টিং ক্লাব, রেইনবো এ্যাথলেটিক ক্লাব, জাবিদ আহসান সোহেল ক্রীড়া চক্র,শান্তিনগর ক্লাব, আছাদুজ্জামান ফুটবল একাডেমী, আলমগীর সমাজ কল্যাণ ও ক্রীড়া সংসদ এবং চকবাজার ইউনাইটেড
Rent for add