নিজস্ব প্রতিবেদক : ২৩ ফেব্রুয়ারি ২০২১, মঙ্গলবার, ২:১৯:৪৩
লে. শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড ও বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব একে অপরের বিপক্ষে গোলের দেখা পেলেও জয় পায়নি কেউ।
সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গোলের ছড়াছড়ির এ ম্যাচটি শেষ পর্যন্ত ৩-৩ গোলে ড্র হয়েছে।
বাংলাদেশ পুলিশের হয়ে মুরোলিমঝোন আখমেদভ, ফ্রেডেরিক পুদা ও মোহাম্মদ জুয়েল যথাক্রমে ৩৩, ৪৫+১ ও ৬৯ মিনিটে একটি করে গোল করেন।
অপরদিকে শেখ জামালের পক্ষে ওমর জোবে, ওটাবেক ভালিজোনোভ ও সলোমন কিং যথাক্রমে ১০, ৪০ এবং ৪৯ মিনিটে একটি করে গোল করেন।
Rent for add