নিজস্ব প্রতিবেদক : ২৩ ফেব্রুয়ারি ২০২১, মঙ্গলবার, ১:৪৮:৪২
বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে নোফেল স্পোর্টিং ক্লাব সহজ জয় পেয়েছে। সোমবার তারা ৩-০ গোলে ওয়ান্ডারার্স ক্লাবকে পরাজিত করে।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বিজয়ী দল প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে পেয়েছে আরো দুই গোল।
নোফেলের হয়ে আবদুল্লাহ আল মামুন, হাসান ও মোহাম্মদ হেলাল যথাক্রমে ২৩, ৫৫ ও ৮৮ মিনিটে একটি করে গোল করেন।
২৩ ফেব্রুয়ারি দুপুর ১টায় ওয়ারী ক্লাব ও ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব এবং বিকেল ৩টায় ঢাকা সিটি ফুটবল ক্লাব লিমিটেড ও অগ্রণী ব্যাংক লিমিটেড স্পোর্টিস ক্লাব একে অপরের সাথে মোকাবিলা করবে।
Rent for add