বাসস : ২০ ফেব্রুয়ারি ২০২১, শনিবার, ২৩:৪৭:৪৯
বার্সেলোনা ফরোয়ার্ড লিওনেল মেসিকে দলে ভেড়ানোর বিষয়ে ক্রমেই আগ্রহ হারিয়ে ফেলছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। চলতি গ্রীষ্মেই আর্জেন্টাইন এ ফরোয়ার্ডের সাথে চুক্তি শেষ হতে যাচ্ছে বার্সেলোনার।
চ্যাম্পিয়ন্স লিগ থেকে আরো একবার আগেভাগে বিদায়ে ক্যাম্প ন্যুতে মেসির ভবিষ্যত সবদিক থেকেই শেষ হয়ে যাবে। বার্সেলোনার আসন্ন সভাপতি নির্বাচন ঘিরে রয়েছে চাপা উত্তেজনা। এ নির্বাচনের ফলাফলের ওপর মেসির ভবিষ্যত অনেকটাই নির্ভর করছে।
যদিও প্রত্যেক প্রার্থীই ঘোষণা দিয়েছেন ৩৩ বছর বয়সী আর্জেন্টাইন সুপারস্টারকে দলে রাখতে তারা বদ্ধপরিকর।
বর্ণাঢ্য ক্যারিয়ারে মেসি ছয়টি ব্যালন ডি’অর শিরোপা জয় করেছেন। আর এ কারণেই সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে তাকে সাধারণভাবে বিবেচনা করা হয়ে থাকে।
মেসিকে দলে পাবার জন্য সাবেক বার্সা ও বর্তমান সিটি বস পেপ গার্দিওলার আগ্রহই বেশি কাজ করেছে। তবে পিএসজিও মেসির প্রতি আগ্রহ প্রকাশ করেছে।
বিভিন্ন সূত্র ইঙ্গিত দিয়েছে সিটি মেসির চুক্তির ব্যাপারে নতুন করে প্রস্তাব দেবার প্রস্তুতি নিচ্ছে। তবে বিবিসি স্পোর্ট সূত্র দাবী জানিয়েছে বিষয়টি সঠিক নয়। সিটির পক্ষ থেকে এখনো পর্যন্ত কোন ধরনের প্রস্তাবই বার্সাকে দেয়া হয়নি।
Rent for add