নিজস্ব প্রতিবেদক : ১৮ ফেব্রুয়ারি ২০২১, বৃহস্পতিবার, ১১:৪৬:৩২
ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড বাংলাদেশ প্রিমিয়ার লিগে আরো একটি জয় পেয়েছে। এ নিয়ে তারা টানা তিনটি ম্যাচে জয় তুলে নিল। সাদা-কালোর দলটি এবার রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে পরাজিত করেছে।
বুধবার কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মোহামেডান ২-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জকে। মাঠে বল গড়ানোর মাত্র তিন মিনিটের মধ্যেই মালির ফরোয়ার্ড সোলেমান দিয়াবাতের গোলে মতিঝিলপাড়ার দলটি এগিয়ে যায়।
এর পর দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ের বদলি খেলোয়াড় আমির হাকিম বাপ্পীর গোল পুরনো ঢাকার দলটির বিপক্ষে ব্যবধান দ্বিগুণ করে মোহামেডান।
উল্লেখ্য ৯ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে মোহামেডান লিগ টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে। অন্যদিকে রহমতগঞ্জ ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে।
Rent for add