বাসস : ১৮ ফেব্রুয়ারি ২০২১, বৃহস্পতিবার, ১০:৫২:০৬
পরাজয়ের ধারা থেকে ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে দারুণ সফলতা অর্জন করেছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুল। মঙ্গলবার বুদাপেস্টে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে তারা ২-০ গোলে হারিয়েছে আরবি লিপজিগকে।
দ্বিতীয়ার্ধের শুরুতে মোহাম্মদ সালাহ ও সাদিও মানের গোল কোন রকম বিপাকেই পড়তে দেয়নি লিভারপুলকে। জার্মান ক্লাবের রক্ষণাত্মক কৌশল ভেদ করেই লক্ষ্যভেদ করেছে ইংলিশ জায়ান্টরা। এখন ১০ মার্চের ফিরতি লেগে এ পরাজয়কে টপকে পরের রাউন্ডে এগিয়ে যাবার সম্ভাবনা অনেকটাই মিইয়ে গেছে জার্মান ক্লাবটির।
এ জয় জার্গেন ক্লপের শিষ্যদের পৌঁছে দিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বারপ্রান্তে। একইভাবে প্রিমিয়ার লিগে টানা পরাজয়ের বৃত্ত থেকেও বেরিয়ে এসেছে লিভারপুল। যে পরাজয়ের কারণে প্রিমিয়ার লিগের শীর্ষ পয়েন্টধারী ম্যানচেস্টার সিটির চেয়ে ১৩ পয়েন্টে পিছিয়ে পড়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
Rent for add