বাসস : ১৬ ফেব্রুয়ারি ২০২১, মঙ্গলবার, ০:৩৯:১৪
ইংলিশ প্রিমিয়ার লিগে পিয়েরে-এমেরিক আবামেয়াংয়ের হ্যাটট্রিকে লিডসের বিপক্ষে ৪-২ গোলে জয়লাভ করেছে আর্সেনাল। এদিকে পয়েন্ট হারিয়ে ফের হুমকিতে পরে গেছে ম্যানচেস্টার ইউনাইটেডের শিরোপা জয়ের স্বপ্ন। লিগ ম্যাচে ধুকতে থাকা ওয়েস্ট ব্রুমের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে রেড ডেভিলসরা। লিগের অন্য ম্যাচে উলভস ২-১ গোলে সাউদাম্পটনকে এবং ফুলহ্যাম ২-০ গোলে এভারটনকে পরাজিত করেছে। ম্যাচগুলো রোববার অনুষ্ঠিত হয়।
এমিরেটস স্টেডিয়ামে আবাউমেয়াং প্রথমবারের মত প্রিমিয়ার লিগে হ্যাটট্রিকের দেখা পেয়েছেন। এতেই গানাররা কাটিয়ে উঠেছে টানা দুই ম্যাচের পরাজয় ও তিন ম্যাচে জয়হীন থাকার গ্লানি। দলটি ৪-২ গোলে লিডসের বিপক্ষে জয়লাভ করে।
মায়ের অসুস্থতার কারণে দুর্বল ফর্ম কোনভাবেই কাটিয়ে উঠতে পারছিলেন না আউবামেয়াং। যে কারণে তিনি সম্প্রতি ছুটি নিতে বাধ্য হয়েছিলেন। গতকাল ১৩ মিনিটেই লক্ষ্যভেদ করতে সক্ষম হন গানার অধিনায়ক। ম্যাচের ৪১ মিনিটে মেসলিয়ার বলের দখল হারিয়ে বুকায়ো সাকাকে ফাউল করলে পেনাল্টি পায় আর্সেনাল। পেনাল্টি থেকে গোল করে গানারদের দ্বিগুণ ব্যবধানে পৌঁছে দেন আউবামেয়াং। বিরতি যাবার আগ মুহুর্তে ৪৫ মিনিটে হেক্টর বেলেরিন গোল করে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন আর্সেনালকে।
বিরতি থেকে ফিরেই দর্শনীয় ডাইভিং হেডে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন আউবামেয়াং। সেই সঙ্গে গানারদের পৌঁছে দেন ৪-০ ব্যবধানে। ম্যাচের ৫৮ মিনিটে পাস্কাল স্ট্রুইজকের হেড এবং ৬৯ মিনিটে হেল্ডার কস্তার শটে দুটি গোল পরিশোধ করলেও লড়াইয়ে ফেরা হয়নি লিডসের।
Rent for add