বাসস : ১৬ ফেব্রুয়ারি ২০২১, মঙ্গলবার, ০:২৬:৫৪
রোমেলু লুকাকুর জোড়া গোলে ল্যাৎসিওর বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে ইন্টার মিলান। সিরিএ লিগে ৩-১ গোলের এ জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে দলটি। রোববার রাতে এ জোড়া গোলের সুবাদে বেলজিয়ান তারকা লুকাকু স্পর্শ করেছেন ক্যারিয়ারে ৩০০ গোলের মাইলফলক।
ম্যাচের ২২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ইন্টারকে এগিয়ে দেন লুকাকু। ৪৫ মিনিটে দ্বিতীয় গোলটি করে ৩০০ গোলের ব্যক্তিগত মাইলফলক স্পর্শ করেন এ বেলজিয়ান। একই সঙ্গে সিরিএ লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় থাকা জুভেন্টাস তারকা ক্রিস্টিয়ানো রোনারদোর সহাবস্থানে পৌঁছে যান তিনি। এটি ছিল চলতি মৌসুমে ইতালীয় লিগে তার ১৬তম গোল।
বিরতির পর ৬১ মিনিটে গঞ্জালো এস্কালান্টে ফ্রি কিক থেকে একটি গোল পরিশোধ করলে নড়েচড়ে বসে ল্যাৎসিও। কিন্তু ৬৪ মিনিটেই গোল করে তাদের সেই তৎপরতা থামিয়ে দেন মার্টিনেজ। লুকাকুর বল থেকে গোল করে ইন্টারকে ৩-১ ব্যবধানে পৌঁছে দেন তিনি।
রোববার অনুষ্ঠিত লিগের অন্য ম্যাচে রোমা ৩-০ গোলে উদেনিসকে, সাম্পদোরিয়া ২-১ গোলে ফিওরেন্টিনাকে, আটালান্টা ১-০ গোলে কাগলিয়ারিকে এবং সাসুলো ২-১ গোলে ক্রোটনকে পরাজিত করেছে।
Rent for add