নিজস্ব প্রতিবেদক : ১৩ ফেব্রুয়ারি ২০২১, শনিবার, ১৯:৪৭:৫২
ওয়ালটন দ্বিতীয় কক্সবাজার রেফারিজ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রাজু ফুটবল ক্লাব।
আজ শনিবার কক্সবাজারের মুক্তিযোদ্ধা চত্বরে শিরোপা লড়াইয়ে তারা টাইব্রেকারে ৪-৩ গোলে মাহামহরী ক্লাবকে পরাজিত করে।
টুর্নামেন্ট শেষে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন। সভাপতিত্ব করেন কক্সবাজারের পুলিশ সুপার ও জেলা রেফারিজ ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মো. হাসানুজ্জামান।
উল্লেখ্য দুইদিনব্যাপী এ টুর্নামেন্টে কক্সবাজারের ৮০জন রেফারি ৬টি দলে ভাগ হয়ে অংশ নেন।
Rent for add