বাফুফেকে হাইজিন সামগ্রী দিবে টামপাকো গ্রুপ

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের হাইজেনিক পার্টনার হিসেবে ‘টামপাকো গ্রুপ’র সাথে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান আজ বৃহস্পতিবার এনভয় টাওয়ারে অনুষ্ঠিত হয়।

এ চুক্তির আওতায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত সবধরনের ফুটবল প্রতিযোগিতাসমূহ, জাতীয় ফুটবল দলের (পুরুষ ও নারী) আবাসিক ও অনাবাসিক ক্যাম্প এবং বাফুফের অন্যান্য কার্যক্রমে প্রয়োজন অনুযায়ী ‘টামপাকো গ্রুপ’ হাইজিন সামগ্রী সরবরাহ করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাফুফের পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী এমপি ও বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ। ‘টামপাকো গ্রুপ’ এর পক্ষে উপস্থিত ছিলেন ম্যানেজিং ডিরেক্টর সাফিউস সামি আলমগীর, ডেপুটি জেনারেল ম্যানেজার (ফাইনান্স) কাজী নাঈম উদ্দিন, ডেপুটি জেনারেল ম্যানেজার (সেলস্ এন্ড মার্কেটিং) জাকির হোসেন, সহকারী ম্যানেজার (এ্যাডমিন) মীর আহসান হাবিব, সহকারী ম্যানেজার (সাপ্লাই চেইন) এস এম ইব্রাহিম।

‘টামপাকো গ্রুপ’র ক্লিনঅল হ্যান্ড স্যানিটাইজার বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু ফর্মুলায় প্রস্তুতকৃত যা বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তর অনুমোদিত এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ দ্বারা পরীক্ষিত।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent