বাসস : ১১ ফেব্রুয়ারি ২০২১, বৃহস্পতিবার, ১৬:১০:০৩
কোপা ডেল রে’র সেমিফাইনালের প্রথম লেগে হোঁচট খেয়েছে বার্সেলোনা। কাতালান জায়ান্টদের ২-০ গোলে হারিয়ে দিয়ে কোপার ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেছে সেভিয়া।
জুলেস কুন্ডের গোলে ২৫ মিনিটে এগিয়ে যায় সেভিয়া। ২২ বছর বয়সী এ সেন্ট্রাল ডিফেন্ডার নিজেকে প্রমাণে কোন ছাড় দেননি। এ মুহূর্তে কেন তাকে বিশ্বের অন্যতম সেরা উদীয়মান সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে বিবেচনা করা হয় তার আরো এক ঝলক তিনি দেখিয়েছেন।
এর পর বার্সেলোনার সাবেক ক্রোয়েট মিডফিল্ডার ইভান রাকিটিচ ৮৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার পাশাপাশি দলের দারুণ এক জয় নিশ্চিত করেন।
এ পরাজয়ে ফাইনালের পথে এগিয়ে যেতে হলে ফিরতি লেগে ক্যাম্প ন্যুতে বার্সাকে নি:সন্দেহে পাহাড় সমান চ্যালেঞ্জ পার করতে হবে।
বার্সা বস কোম্যান বলেছেন, ‘এ ফলাফল কোনভাবেই মেনে নেয়া যায়না। তারা খুব বেশি উপহার পেয়ে গেছে। ফিরতি লেগটি আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়াল। আমাদের সামনেও সুযোগ আছে এবং নিজেদের সেরাটা দেবার চেষ্টাই করবো। নিজেদের মাঠে আমার দলের উপর পূর্ণ আস্থা আছে।’
Rent for add