বাসস : ৯ ফেব্রুয়ারি ২০২১, মঙ্গলবার, ১৫:৫৮:০৮
রবার্ট লিওয়ানদোস্কির দুই গোলে মিশরীয় ক্লাব আল আহলিকে ২-০ গোলে পরাজিত করে ক্লাব বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ।
সোমবার কাতারের আহমেদ বিন আলি স্টেডিয়ামে শুরু থেকেই আফ্রিকান চ্যাম্পিয়ন ক্লাবটির বিপক্ষে একক আধিপত্য বিস্তার করে খেলতে থাকে ইউরোপীয়ান চ্যাম্পিয়ন বায়ার্ন। তারই ধারাবাহিকতায় ১৭ মিনিটে লিড পায় বেভারিয়ান্সরা। সার্জি গ্যানাব্রির পাসে বক্সের সামনে থেকে ডান পায়ের জোড়ালো শটে বল জালে জড়ান চলতি বুন্দেসলিগা মৌসুমের সর্বোচ্চ গোলদাতা লিওয়ানদোস্কি।
দ্বিতীয়ার্ধে ৮৫ মিনিটে নিজের দ্বিতীয় গোল পূর্ণ করে জয় নিশ্চিত করেন এ পোলিশ তারকা। ডান দিকের বাইলাইনের কাছ থেকে লেরয় সানের ক্রসে হেডে বল জালে পাঠান গত বছরের ফিফা বর্ষসেরা খেলোয়াড়।
এদিকে রোববার প্রথম সেমিফাইনালে টাইগ্রেস ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসকে ১-০ গোলে পরাজিত করে ফাইনালের টিকিট পেয়েছে। কনকাকাফ অঞ্চল থেকে প্রথম দল হিসেবে ক্লাব বিশ্বকাপের ফাইনালে খেলার কৃতিত্ব অর্জন করেছে টাইগ্রেস।
উল্লেখ্য আগামী বৃহস্পতিবার ফাইনালে এডুকেশন সিটি স্টেডিয়ামে মেক্সিকোর দল টাইগ্রেসের মুখোমুখি হবে জার্মান চ্যাম্পিয়নরা।
Rent for add