নিজস্ব প্রতিবেদক : ৮ ফেব্রুয়ারি ২০২১, সোমবার, ১৭:০৮:২৪
বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব ও ফর্টিস ফুটবল ক্লাব লিমিটেডের ম্যাচে কেউ কারো বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি।
সোমবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ফরাশগঞ্জ-ফর্টিস ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
প্রাণবন্ত এ লড়াইয়ে প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধে উভয় দলই বেশ কিছু সম্ভাব্য গোলের উৎস খুঁজে পেয়েছিল। কিন্তু কেউই সে সুযোগ কাজে লাগাতে পারেনি। ফলে ফরাশগঞ্জ-ফর্টিস পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে।
আগামীকাল ৯ ফেব্রুয়ারি একই ভেন্যুতে দুটি ম্যাচ রয়েছে। দুপুর ১টায় অগ্রণী ব্যাংক লিমিটেড স্পোর্টস ক্লাব ও ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব এবং বিকেল ৩টায় ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব ও কাওরান বাজার প্রগতি সংঘ একে অপরের মোকাবিলা করবে।
Rent for add