নিজস্ব প্রতিবেদক : ৭ ফেব্রুয়ারি ২০২১, রবিবার, ২২:১৪:০৭
রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি বাংলাদেশ প্রিমিয়ার লিগে আরো একটি জয় পেয়েছে। এটি লিগে তাদের দ্বিতীয় জয়। এর আগে তারা হারিয়েছিল উত্তর বারিধারা ক্লাবকে।
রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা এবার ২-০ গোলে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডকে পরাজিত করেছে।
প্রথমার্ধে বিজয়ী দল ১-০ গোলে এগিয়ে ছিল। ম্যাচের ৩৩ মিনিটে দিলশাদ ভাসিয়েভের গোলে লিড পায় রহমতগঞ্জ।
বিরতির পর মাঠে বল গড়ানোর পরপরই আরো একটি গোলের মুখ দেখে পুরনো ঢাকার দলটি। ৪৮ মিনিটে দলের ব্যবধান দ্বিগুণ করেন লরুগনন ক্রাইস্ট রেমি।
দু গোল পিছিয়ে পড়া ব্রাদার্স বেশ কয়েকবার প্রতিপক্ষের সীমানায় আক্রমণ শানালেও গোল পরিশোধ করতে পারেনি।
উল্লেখ্য ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে রহমতগঞ্জ লিগ টেবিলের ষষ্ঠ স্থানে অবস্থান করছে। অন্যদিকে ব্রাদার্স ৬ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে রয়েছে।
Rent for add