ঢাকা আবাহনীর সহজ জয়


বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঢাকা আবাহনী লিমিটেড সহজ জয় পেয়েছে। আজ শুক্রবার তারা মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ৪-১ গোলে পরাজিত করে। প্রথমার্ধে বিজয়ী দল ২-০ গোলে এগিয়ে ছিল।

ছয়বারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রাতের এ ম্যাচে একতরফা ফুটবল খেলেই সহজ জয় নিয়ে ঘরে ফিরেছে।

আফগানিস্তানের মাসিহ সাইঘানি ১৫ মিনিটেই আবাহনীকে এগিয়ে দেন। এর পর প্রথমার্ধের ইনজুরি সময়ে গোল দ্বিগুণ করেন সোহেল রানা।

৫৩ মিনিটে ফের গোলের দেখা পান আফগান মসিহ সায়গনি। ৭৬ মিনিটে দিপক রায়ের গোলে আবাহনী ৪-১ গোলের বড় জয় পায়।

তবে ৬৬ মিনিটে সারোয়ার জামান নিপুর গোলে মুক্তিযোদ্ধা পরাজয়ের ব্যবধান কমিয়ে আনে।

উল্লেখ্য ৬ ম্যাচে আবাহনী ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। এক ম্যাচ কম খেলে মুক্তিযোদ্ধা ৩ পয়েন্ট পেয়ে দশম স্থানে অবস্থান করছে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent