নিজস্ব প্রতিবেদক : ৬ ফেব্রুয়ারি ২০২১, শনিবার, ০:৪৪:৩৪
ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড বাংলাদেশ প্রিমিয়ার লিগে আবারো ড্র করেছে। শুক্রবার তারা ১-১ গোলে উত্তর বারিধারা ক্লাবের সাথে ড্র করে।
সাদা-কালো জার্সীধারীরা হার আর ড্রয়ের বৃত্ত থেকে যেনো বেরুতেই পারছে না। আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে জয় দিয়ে ঘরোয়া মৌসুম শুরুর পর মতিঝিল পাড়ার এই দলটি হার আর ড্রয়ে এগিয়ে চলছে।
গাজীপুরের টঙ্গীতে শুক্রবার আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে মোহামেডান পিছিয়ে পড়েও এক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে।
বারিধারার এভগেনি কোচনেভ ১৮ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন। তবে সোলেমান ডায়াবেট প্রথমার্ধের শেষ মুহূর্তে গোল করে মোহামেডানকে সমতায় ফেরান।
উল্লেখ্য ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে মোহামেডান লিগ টেবিলের ৮ নম্বরে অবস্থান করছে। বারিধারা অবশ্য ৫ ম্যাচে ২ পয়েন্ট পেয়ে ১১ নম্বরে রয়েছে।
Rent for add