বাসস : ৩ ফেব্রুয়ারি ২০২১, বুধবার, ২১:৫১:৫৩
ক্রিস্টিয়ানো রোনাল্ডোর দুই গোলে সান সিরোতে ইতালিয়ান কাপের সেমিফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানকে ২-১ গোলে পরাজিত করেছে জুভেন্টাস।
গত সাত বছরে ষষ্ঠবারের মত ফাইনালে পৌঁছানোর পথে রেকর্ড ১৩বারের চ্যাম্পিয়ন জুভেন্টাসকেই ফেবারিট মানা হচ্ছে। আগামী মঙ্গলবার তুরিনে ফিরতি লেগের ম্যাচের আগে এ জয় নিশ্চিতভাবেই ইতালিয়ান জায়ান্টদের অনেকটাই এগিয়ে রাখবে।
জুভেন্টাস কোচ আন্দ্রে পিরলো ম্যাচ শেষে বলেছেন, ‘এটা শুধুমাত্র প্রথম লেগের ম্যাচ ছিল। আমরা এখনো কোন কিছুই অর্জন করতে পারিনি। এ জয় এটাই প্রমাণ করেছে যে আমরা ম্যাচটিতে পুরোপুরি মনোযোগী ছিলাম। আমাদের বিপক্ষে যেই খেলুক না কেন তাদের জন্যই ম্যাচগুলো কঠিন হয়ে দাঁড়ায়।’
যদিও সান সিরোতে কাল রাতে ম্যাচের শুরুটা দুর্দান্ত করেছিল ইন্টার। নিকোলাস বারেলার লো ক্রসে লটারো মার্টিনেজ ডান পায়ের দুর্দান্ত ফিনিশিংয়ে জুভেন্টাস গোলরক্ষক গিয়ানলুইগি বুফনকে পরাস্ত করলে ৯ মিনিটে এগিয়ে যায় ইন্টার।
কিন্তু প্রথমার্ধের মাঝামাঝিতে ম্যাচে ফিরে আসে জুভেন্টাস। হুয়ান কুয়াড্রাডো বল নিয়ে ডি বক্সের ভিতর ঢুকে পড়লে এ্যাশলে ইয়ং তাকে ফাউল করে বসেন। ভিএআর রিভিউ পেনাল্টির নির্দেশ দিলে স্পট কিক থেকে রোনাল্ডো কোন ভুল করেননি। ২৬ মিনিটে তার দেয়া গোলে জুভেন্টাস সমতায় ফিরে। একইসাথে পর্তুগীজ এ সুপারস্টার মৌসুমের ২১তম গোল পূরণ করেন।
৩৫ মিনিটে ইন্টারের ইতালিয়ান ডিফেন্ডার আলেহান্দ্রো বাস্তোনি ও গোলরক্ষক সামির হানডানোভিচেড মারাত্মক এক ভুলে রোনাল্ডো বল পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন। নিষেধাজ্ঞার কারণে কাল ইন্টারের হয়ে মাঠে নামতে পারেননি সর্বোচ্চ গোলদাতা রোমেলু লুকাকু।
ম্যাচ শেষের ১৪ মিনিট আগে আলভারো মোরাতার জন্য জায়গা ছেড়ে দিতে হয় রোনাল্ডোকে। যদিও পিরলো এ সিদ্ধান্তে মোটেও খুশি হতে পারেননি পর্তুগীজ তারকা। রোববার রোমার বিপক্ষে সিরি-এ লিগের গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখেই রোনাল্ডোকে বিশ্রামের তাগিদ অনুভব করেছেন পিরলো।
Rent for add