নিজস্ব প্রতিবেদক : ২৯ জানুয়ারি ২০২১, শুক্রবার, ১৭:০৮:৩১
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের প্রথম চার রাউন্ড শেষ। দুই দিন বিরতি দিয়ে পঞ্চম রাউন্ড শুরু হবে ৩১ জানুয়ারি। কেমন হচ্ছে লিগ, কোন দলে অবস্থা কেমন-এ নিয়ে বিশ্লেষণের সময় এখনো আসেনি। কারণ, লিগের পথটা অনেক লম্বা।
তারপরও কিছু আভাস মিলে শুরুতে। দল হিসেবে কারা ভালো করতে পারে, ব্যক্তিগত পারফরম্যান্সে কে সেরা হতে পারে সে আন্দাজের সুযোগতো আছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। তারা এবার মৌসুমের প্রথম টুর্নামেন্ট ফেডারেশন কাপ জিতেছে। লিগেও এখনো আছে ভালো অবস্থানে। টানা চার ম্যাচ জেতা এখন পর্যন্ত একমাত্র দল তারা।
ব্যক্তিগত নৈপূন্যে বসুন্ধরা কিংস বা আবাহনীর কেউ নন, নিজেকে আলাদা করে চিনিয়েছেন গাম্বিয়ান এক ফুটবলার। শেখ জামালের জার্সিতে চার ম্যাচে ৫ গোল করেছেন তিনি। এক ম্যাচেই আছে ওমর জোবে নামে এই ফুটবলারের চার গোল। এই লিগে এখন পর্যন্ত তিনিই একমাত্র হ্যাটট্রিকম্যান।
ওমর জোবেকে তাড়া করেছেন তিন ব্রাজিলিয়ান ও মালির এক ফুটবলার। বসুন্ধরা কিংসের র্বসন রবিনহো করেছেন ৪ গোল। তার সমান মোহামেডানের মালির ফরোয়ার্ড সোলেমান দিয়াবাতে।
তিনটি করে গোল করেছেন শেখ রাসেল ক্রীড়া চক্রের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড লোপেজ রদ্রিগেজ ও চট্টগ্রাম আবাহনীর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নিক্সন গুইলহেরমে। শীর্ষ ৫ গোলদাতার মধ্যে নেই বাংলাদেশি কোনো ফুটবলার।
প্রথম চার রাউন্ডে বাংলাদেশের মাত্র ১০ জন ফুটবলার গোলের মুখ দেখেছেন। তাদের তিনজন করেছেন দুটি করে গোল। বাকী সবাই করেছেন একটি করে গোল। দুটি করে গোল করেছেন আবাহনীর জুয়েল রানা, শেখ রাসেলের মোহাম্মদ আবদুল্লাহ ও মুক্তিযোদ্ধা্র মেহেদী হাসান রয়েল।
Rent for add