নিজস্ব প্রতিবেদক : ২৪ জানুয়ারি ২০২১, রবিবার, ২১:২৯:১৬
কুমিল্লায় সাইফের কাছে হারের পর আবার পয়েন্ট হারালো মোহামেডান। রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ১-১ গোলে ড্র করেছে শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে। অন্যদিকে টানা দুই জয়ের পর পয়েন্ট হারাল শেখ রাসেল।
প্রথমার্ধের ইনজুরি সময়ে মোহামেডান পেনাল্টি থেকে গোল করে এগিয়ে যায়। বক্সে সোহেল রানার হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। গোল করেন মালির সলেমান দিয়াবাতে। ৫৬ মিনিটে সমতায় ফেরে শেখ রাসেল ক্রীড়া চক্র। বখতিয়ার দুইশবেকভের ফ্রি কিক থেকে গোল করেন ব্রজিলিয়ান লোপেজ।
শেখ রাসেল এই প্রথম পয়েন্ট হারালো এবারের লিগে। প্রথম দুই ম্যাচে হারা হারিয়েছিল ব্রাদার্স ইউনিয়ন ও রহমতগঞ্জকে। তৃতীয় ম্যাচে পয়েন্ট হারানোয় সাবেক চ্যাম্পিয়নরা টেবিলে তৃতীয় স্থানে।
Rent for add