নিজস্ব প্রতিবেদক : 21 JANUARY, 2021, 8:07 PM
চট্টগ্রাম আবাহনীর পর মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে দ্বিতীয় জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তিনবারের চ্যাম্পিয়নরা ২-১ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধাকে।
প্রথমার্ধে ১-০ গোলে এগিয়েছিল শেখ জামাল। দ্বিতীয়ার্ধে তারা ব্যবধান দ্বিগুন করে এবং মুক্তিযোদ্ধা একটি গোল দিয়ে ব্যবধান কমায়। দলটির দুই গোলই করেছেন দুই গাম্বিয়ান ওমর জবে ও সলোমন কিং ক্যানফর্ম।
৩৮ মিনিটে ওমর জবের গোলে এগিয়ে যায় শেখ জামাল। ৬১ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন তারই স্বদেশি সলোমন কিং ক্যানফর্ম। মাঝবৃত্তে বল ধরে প্রথমে মুক্তিযোদ্ধার দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে বল নিয়ে ছুটে যান এ গাম্বিয়ান। এর পর শেষ ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকেই ডান পায়ের শটে বল পাঠিয়ে দেন জালে।
ইনজুরি সময়ে মেহেদী হাসান রয়েল দারুণ হেডে ব্যবধান ২-১ করেন। দুই ম্যাচ শেষে শেখ জামালের পয়েন্ট ৬, এক ম্যাচে শূন্য মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের।
Rent for add