আবাহনীর দ্বিতীয় জয়

 

ব্রাজিলিয়ান ফার্নান্দেজ টরেস এবং হাইতিয়ান বেলফোর্টের গোলে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে দ্বিতীয় জয় পেয়েছে আবাহনী। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের দুটি গোলই হয়েছে প্রথমার্ধে।

আবাহনী দুই গোল দুই বিদেশির পা থেকে পেলেও দুটি গোলেই ছিল রুবেল মিয়ার অবদান। ৩৪ মিনিটে বল নিয়ে দ্রুতগতিতে বক্সে ঢুকলে তাকে ফেলে দেন ব্রাদার্সের নাইজেরিয়ান ডিফেন্ডার মানডে। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে গোল করেন ফার্নান্দেজ টরেস।

৪১ মিনিটে ডান দিক দিয়ে ঢুকে রুবেল বল ফেলেছিলেন বক্সে। বলটি ধরে গোলে শট নিতে পারতেন টরেস। কিন্তু পেছনে বেলফোর্টকে দেখে তিনি বলটি ছেড়ে দেন। বেলফোর্ট ধরে কোনাকুনি শটে বল জড়ার ব্রাদার্সের জালে।

দুই ম্যাচে আবাহনীর পয়েন্ট ৬। অন্যদিকে সমান ম্যাচে এখনো পয়েন্টহীন ব্রাদার্স।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent