নিজস্ব প্রতিবেদক : ১৮ জানুয়ারি ২০২১, সোমবার, ১৮:৪৪:২৯
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সাবেক চ্যাম্পিয়নরা ২-১ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে।
দুই দলের লড়াইয়ে ফেবারিট ছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাবই। লিগের তিনবারের চ্যাম্পিয়ন জামাল সহজে চট্টগ্রাম আবাহনীকে হারিয়েই লিগযাত্রা শুরু করেছে।
তিন গোলের দুটি হয়েছে দ্বিতীয়ার্ধে। জামাল ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর একটি গোল দিয়ে চট্টগ্রাম আবাহনী কেবল হারের ব্যবধান কমিয়েছে।
৪০ মিনিটে উজবেক মিডফিল্ডার ওতাবেকের গোলে এগিয়ে যায় শেখ জামাল। নুরুল আবসার ব্যবধান দ্বিগুন করেন ৫০ মিনিটে। ৮৪ মিনিটে পেনাল্টি পায় চট্টগ্রাম আবাহনী। ব্রাজিলের নিক্সনের গোলে ব্যবধান কমিয়েছে মারুফুল হকের দল।
মঙ্গলবার দুটি ম্যাচ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। বিকেল সাড়ে ৩ টায় বসুন্ধরা কিংস খেলবে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের বিপক্ষে এবং সন্ধ্যা ৬ টায় আবাহনীর প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন।
Rent for add