নিজস্ব প্রতিবেদক : ১৭ জানুয়ারি ২০২১, রবিবার, ২২:২৮:৩৪
দারুণ জয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মোহামেডান ৩-০ গোলে হারিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘকে।
ফেডারেশন কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়ে সমর্থকদের হতাশ করেছিল মোহামেডান। তবে লিগের প্রথম ম্যাচে সাদাকালো সমর্থকদের মুখে হাসিয়ে ফুটিয়েছে তাদের প্রিয় দলটি। প্রথমার্ধে ২-০ ব্যবধানে এগিয়েছিল মোহামেডান।
১৯ মিনিটে জাফর ইকবালের ক্রসে দিয়াবাতের হেড আশ্রয় নেয় আরামবাগের জালে। ৩০ মিনিটে ব্যবধান বেড়ে দ্বিগুন করেন নাইজেরিয়ান মিডফিল্ডার আবিওলা নুরাত।
দ্বিতীয়ার্ধের খেলা শুরুর প্রথম মিনিটেই তৃতীয় গোল করে মোহামেডান। আমিনুর রহমান সজীব তিন ডিফেন্ডারের মাঝ দিয়ে গোলরক্ষককে পরাস্ত করে দলের তৃতীয় গোল করেন।
৭৭ মিনিটে ব্যবধান কমানোর সহজ সুযোগ পেয়েছিল আরামবাগ। কিন্তু পেনাল্টি পেয়েও কাজে লাগাতে পারেনি তারা। নাইজেরিয়ান চিজোবা ক্রিস্টোফারের শট চলে যায় বাইরে।
Rent for add